রাজধানী ঢাকাসহ সারাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণকারীদের মধ্যে বয়স বিবেচনায় ৯০ শতাংশেরও বেশি চল্লিশোর্ধ্ব। সর্বোচ্চ সংখ্যক প্রায় ৫০ শতাংশের বয়স ৬০ বছরের বেশি। স্বাস্থ্য অধিদফতর থেকে প্রাপ্ত পরিসংখ্যান বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
Advertisement
দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়। রাজধানীসহ সারাদেশে শুক্রবার (৪ সেপ্টেম্বর) পর্যন্ত করোনায় আক্রান্ত সর্বমোট চার হাজার ৪১২ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে পুরুষ তিন হাজার ৪৫৪ জন (৭৮ দশমিক ২৯ শতাংশ) এবং নারী ৯৫৮ জন (২১ দশমিক ৭১ শতাংশ)।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে প্রায় ৫০ শতাংশ (৪৯ দশমিক ৬৬ শতাংশ) ষাটোর্ধ্ব। সবচেয়ে কম ১০ বছরের কম বয়সী মাত্র ১৯ জন অর্থাৎ শূন্য দশমিক ৪৩ শতাংশ রোগীর মৃত্যু হয়েছে।
বয়স বিশ্লেষণে মোট মৃতের মধ্যে শূন্য থেকে ১০ বছর বয়সী ১৯ জন (শূন্য দশমিক ৪৩ শতাংশ), ১১ থেকে ২০ বছর বয়সী ৩৭ জন (শূন্য দশমিক ৮৪ শতাংশ), ২১ থেকে ৩০ বছর বয়সী ১০৫ জন (দুই দশমিক ৩৮ শতাংশ), ৩১ থেকে ৪০ বছর বয়সী ২৬৭ জন (ছয় দশমিক শূন্য ৫ শতাংশ), ৪১ থেকে ৫০ বছর বয়সী ৫৮৫ জন (১৩ দশমিক ২৬ শতাংশ), ৫১ থেকে ৬০ বছর বয়সী এক হাজার ২০৮ জন (২৭ দশমিক ৩৮ শতাংশ) এবং ৬০ বছরের বেশি বয়সী দুই হাজার ১৯১ জন (৪৯ দশমিক ৬৬ শতাংশ) রয়েছেন।
Advertisement
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৯ জনের মধ্যে দশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব সাতজন, ষাটোর্ধ্ব ১৫ জন রয়েছেন।
এমইউ/এমএআর/পিআর