রাজনীতি

আগুন সন্ত্রাস, খুনি ও উগ্রবাদীদের সঙ্গে এখনো যুদ্ধ চলছে : ইনু

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, আগুন সন্ত্রাস, খুনি ও উগ্রবাদীদের সঙ্গে এখনো যুদ্ধ চলছে। এই উগ্রবাদকে ছাড় দেয়া যাবে না। এরা মানবতা ও স্বাধীনতার শত্রু।রোববার রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে বাংলাদেশ চলচ্চিত্র টেলিভিশন ইনস্টিটিউটের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ইনস্টিটিউটের প্রধান নির্বাহী পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, কোর্স পরিচালক ম. হামিদ ও তথ্যসচিব মরতুজা আহমদ।তথ্যমন্ত্রী বলেন, উগ্রবাদীরা হচ্ছে দানব। এরা চাপাতি দিয়ে সভ্যতার গায়ে আঁচড় দিতে চায়। এদেরকে ধ্বংস করে দেয়া হবে। কোনো ছাড় দেয়া হবে না।ইনু বলেন, চলচ্চিত্র জগত স্বপ্ন ও সামনের দিকে হাঁটার পথ দেখায়। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা এই চলচ্চিত্র ইনস্টিটিউটকে ২০১৬ সালে পরিপূর্ণ রূপ দিতে কাজ করছি।চলচ্চিত্র ইনস্টিটিউটের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, চলচ্চিত্র জগৎকে আপনারা এমন একটি জগৎ হিসেবে তৈরি করুন যে জগৎ হবে অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও গণতান্ত্রিক।বিএ

Advertisement