ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখার্জির মৃত্যুতে শোক বইতে স্বাক্ষর করেছেন জাতীয় পার্টির শীর্ষ নেতৃবৃন্দ।
Advertisement
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে পার্টির নেতৃবৃন্দ ঢাকার ভারতীয় হাইকমিশনে যান। জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান ও জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এবং জাতীয় পার্টির যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস এম রহমান পারভেজ এ সময় উপস্থিত ছিলেন।
জাতীয় পার্টির শীর্ষ নেতৃবৃন্দ শোক বইতে স্বাক্ষর করতে বাংলাদেশের প্রতি প্রয়াত প্রণব মুখার্জির অনুরাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। বন্ধু প্রতিম বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরালো করতে প্রণব মুখার্জির অবদানের কথা উল্লেখ করেন। জাতীয় পার্টির শীর্ষ নেতৃবৃন্দ প্রয়াত প্রণব মুখার্জির বিদেহী আত্মার চির শান্তি কামনা করেছেন।
এইউএ/এফআর/পিআর
Advertisement