জাতীয়

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই ৩ বিভাগে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ২৪ জন ও নারী ৮ জন। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৩৮৩ জনে।

Advertisement

তবে দেশের আট বিভাগের মধ্যে গত ২৪ ঘণ্টায় তিন বিভাগ রাজশাহী, খুলনা ও বরিশালে করোনায় কোনো প্রাণহানি হয়নি। করোনায় মৃত ৩২ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৫ জন, চট্টগ্রামে ৭, সিলেট ৩, রংপুরে ৬ ও ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

‌বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাসবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে বর্তমানে ৯২টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ ও পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬১৭টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৪২২টি নমুনা পরীক্ষা করা হয়।

Advertisement

পরীক্ষাকৃত মোট নমুনায় নতুন শনাক্ত হয়েছে আরও দুই হাজার ১৫৮ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ১৯ হাজার ৬৮৬ জনে। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ লাখ ৯২ হাজার ৩৮টি।

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৯৬৪ জন। ফলে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ১৩ হাজার ৯৮০ জনে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৯৬ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ০৮ শতাংশ। মোট রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ৯৩ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৩৭ শতাংশ।

এমইউ/এফআর/পিআর

Advertisement