স্বাস্থ্য

২৪ ঘণ্টায় সুস্থ ৬৬ শতাংশ করোনা রোগী

রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সুস্থতার হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগে মোট ২ হাজার ৯৬৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।

Advertisement

এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ১৩ হাজার ৯৮০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ৯৩ শতাংশ। পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগে মোট সুস্থ রোগীর সংখ্যা ২ হাজার ৮৩৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ছিল ৬৬ দশমিক ৪৬ শতাংশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ২ হাজার ৯৬৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ১ হাজার ৬৮০ জন, চট্টগ্রাম বিভাগে ৪২৭, রংপুর বিভাগে ১৫৩, খুলনা বিভাগে ২৫২, বরিশাল বিভাগে ৬৩, রাজশাহী বিভাগে ১৩৭, সিলেট বিভাগে ২০৮ ও ময়মনসিংহ বিভাগে ৪৪ জন রয়েছেন।

Advertisement

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩২ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ২৪ ও নারী আটজন। হাসপাতালে ৩১ জন ও বাসায় একজনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৩৮৩ জনে। এছাড়া করোনায় আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন দুই হাজার ১৫৮ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ১৯ হাজার ৬৮৬ জনে।

এমইউ/এমএসএইচ/পিআর