খেলাধুলা

ফিফা এলিট রেফারিং কোর্স ঢাকায় শুরু

ফিফার পরিচালনায় দেশের সেরা রেফারিদের অংশগ্রহণে ফিফা মেম্বার অ্যাসোসিয়েশন এলিট রেফারিং কোর্স-২০১৫ রোববার থেকে ঢাকায় শুরু হয়েছে। এই কোর্সে ২৬ জন পুরুষ, ৪ জন মহিলা এবং ১০ জন অবজারভারসহ মোট ৪০ জন রেফারি অংশ নিচ্ছে। রোববার বিকেল সাড়ে ৩টায় মতিঝিলস্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মেলন কক্ষে এ কোর্সের উদ্বোধন হয়। এই প্রশিক্ষণ কর্মসূচি আগামী ৫ নভেম্বর পর্যন্ত চলবে। এই কোর্স পরিচালনা করবেন ফিফা কর্মকর্তা ফরখাদ আব্দুল্লায়েভ এবং গানেসান মানিয়াম। বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাফুফে সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, বাফুফে সহ-সভাপতি ও রেফারিজ কমিটির চেয়ারম্যান বাদল রায় ও ডেপুটি চেয়ারম্যান মনিরুল ইসলামসহ রেফারিজ কমিটির সদস্যরা। আরটি/একে/আরআইপি

Advertisement