গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মিজানুর রহমানসহ সিলেট বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে। মিজানুর উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ গ্রামের বাসিন্দা।
Advertisement
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে মিজানুর রহমান সিলেট নগরের আখালিয়ায় মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ১৯১ জনের মৃত্যু হলো। এর মধ্যে সর্বোচ্চ সিলেট জেলায় ১৩৯ জন, সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১২ জন এবং মৌলভীবাজারে ২০ জনের মৃত্যু হয়েছে।
গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী জানান, গত ৩০ আগস্ট করোনাভাইরাসে আক্রান্ত হন স্যানিটারি ইন্সপেক্টর মিজানুর রহমান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেটের বেসরকারি মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিভাগের সর্বশেষ করোনা পরিস্থিতি তুলে ধরা হয়।
Advertisement
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১১০ জন। নতুন সুস্থদের মধ্যে সিলেটে ৩২ জন, সুনামগঞ্জে ১৫ জন, হবিগঞ্জে ১৯ জন এবং মৌলভীবাজারে ৪৪ জন রয়েছেন। নতুন সুস্থদের নিয়ে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সিলেট বিভাগে ৮ হাজার ১৫৬ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে চার হাজার ২৩১ জন, সুনামগঞ্জে এক হাজার ৭৪৪ জন, হবিগঞ্জে এক হাজার ৪৭ জন ও মৌলভীবাজারে এক হাজার ১৩৪ জন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের আরও ৯২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৪১ জন, সুনামগঞ্জে ১৮ জন, হবিগঞ্জে ৮ জন এবং মৌলভীবাজারে ২৫ জন। সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৫৭ জন।
এর মধ্যে সিলেট জেলায় পাঁচ হাজার ৮৪৭ জন, সুনামগঞ্জে দুই হাজার ৯৪ জন, হবিগঞ্জে এক হাজার ৫৮০ জন এবং মৌলভীবাজারে এক হাজার ৫৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৩০ জন।
ছামির মাহমুদ/আরএআর/জেআইএম
Advertisement