আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে করোনায় প্রায় ১ লাখ ৯০ হাজার মানুষের মৃত্যু

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশে প্রথম করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। তবে প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃৃত্যু এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রেই। দেশটির ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোতেই এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। 

Advertisement

এর মধ্যেই যুক্তরাষ্ট্রে করোনায় প্রায় ১ লাখ ৯০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ লাখ ৮৯ হাজার ৯৬৪ জন। 

অপরদিকে, দেশটিতে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছে ৬২ লাখ ৯০ হাজার ৭৩৭ জন। এর মধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৩৫ লাখ ৪৭ হাজার ৩২ জন। দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ২৫ লাখ ৫৩ হাজার ৭৪১টি। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১৫ হাজার ১০১ জন।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত সংক্রমণের শীর্ষে রয়েছে ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, নিউইয়র্ক, জর্জিয়া, ইলিয়নিয়স, আরিজোনা, নিউ জার্সি, নর্থ ক্যারোলিনা এবং টেনেসি।

Advertisement

তবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ক্যালিফোর্নিয়ায় এবং সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে নিউইয়র্ক অঙ্গরাজ্য। ক্যালিফোর্নিয়ায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭ লাখ ২১ হাজার ৭৯৬। এর মধ্যে মারা গেছে ১৩ হাজার ৩২৩ জন এবং সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ ৩৯ হাজার ৭৪৬ জন।

টেক্সাসে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৫২ হাজার ২২৮ এবং মারা গেছে ১৩ হাজার ২৪৪ জন। ফ্লোরিডায় আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৩৩ হাজার ৪৪২। এর মধ্যে মারা গেছে ১১ হাজার ৫০৩ জন।   

এদিকে, নিউইয়র্ক অঙ্গরাজ্যে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ২৩০। এর মধ্যে মারা গেছে ৩৩ হাজার ৫২ জন। অপরদিকে জর্জিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৪ হাজার ৬১৩। এর মধ্যে ৫ হাজার ৭৯৫ জনের মৃত্যু হয়েছে।  

টিটিএন/জেআইএম

Advertisement