সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোনো প্রতিষ্ঠানের শেয়ার বা ইউনিটের দাম বাড়বে বা কমবে এ ধরনের কোনো তথ্য প্রকাশ করলে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
Advertisement
একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো গ্রুপের নামে বিএসইসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নাম ও লোগো ব্যবহার করতে নিষেধ করেছে নিয়ন্ত্রক সংস্থা। কেউ এ নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে তার বিরুদ্ধেও ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নেয়া হবে।
বুধবার বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সই করা এক নির্দেশনায় এমন তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দীর্ঘদিন ধরে বিভিন্ন গ্রুপ খুলে গুজব ছড়ানো হচ্ছে। এসব গ্রুপ থেকে প্রায় কোনো না কোনো কোম্পানির নাম দিয়ে আগাম গুঞ্জন ছড়ানো হয় শেয়ার দাম বাড়বে। অনেক সময় দেখা যায় নাম প্রকাশ করা কোম্পানির শেয়ার দাম বাড়ে।
ফলে একশ্রেণির বিনিয়োগকারী এ ধরনের গুজবের ওপর ভিত্তি করে বিনিয়োগও করেন। সম্প্রতি শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়ায় ফেসবুক গ্রুপে এ ধরনের গুজব ছড়ানোর প্রবণতা বেড়েছে। এমনকি ‘জেড’ গ্রুপের কোম্পানির বিষয়ে বিএসইসির নতুন নির্দেশনা আসছে এ তথ্য বিভিন্ন ফেসবুক গ্রুপে আগাম ছড়িয়ে দেয়া হয়।
Advertisement
এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো সিকিউরিটিজের ভবিষ্যতে দর বাড়বে বা কমবে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য ছড়ানো ব্যক্তি বা দলকে এ জাতীয় কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিল বিএসইসি।
একই সঙ্গে বিএসইসি, ডিএসই ও সিএসইর নাম ও লোগো ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়েছে। অন্যথায় বিনিয়োগকারীদের স্বার্থে সিকিউরিটিজ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে কমিশন।
এমএএস/এমআরএম/জেআইএম
Advertisement