স্পট ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছর নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা পেসার মোহাম্মদ আমিরকে পাকিস্তান জাতীয় দলে চাচ্ছেন না দলের সিনিয়র খেলোয়াড়সহ অনেকেই। তাই এই কলঙ্কিত খেলোয়াড়ের পুনর্বাসন পদক্ষেপ নিতে বাধার সম্মুখীন হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড়ই তার সঙ্গে একই ড্রেসিং রুম ব্যবহারের বিরুদ্ধে।ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) এমন সংবাদই প্রকাশ করেছে। পিসিবির একটি বিশ্বস্ত সূত্র ধরে তারা প্রতিবেদনে অধিনায়ক মিসবাহ উল হক এবং মোহাম্মদ হাফিজসহ দলের সিনিয়র খেলোয়াড়রা আমিরের ব্যবহার সম্পর্কে বোর্ডের কাছে অভিযোগ করেছেন।সূত্রটি আরো জানায়, সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে অনুশীলনের সময় বহুবার মিসবাহর সঙ্গে দেখা হয়েছে আমিরের। কিন্তু আমির একবারও তার সঙ্গে কথা না বলায় মনক্ষুণ্ণ হয়েছেন তিনি।এছাড়াও ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রধান কোচ মোহাম্মদ আকরাম নেটে পাকিস্তানি খেলোয়াড়দের বিপক্ষে আমিরকে বোলিং করতে বলেছিলেন। কিন্তু কলঙ্কিত কোনো খেলোয়াড়ের সঙ্গে খেলবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন হাফিজ।টি-টোয়েন্টি দলের অধিনায়ক শহিদ আফ্রিদিও আমির এবং কলঙ্কিত অপর দুই খেলোয়াড় মোহাম্মদ আসিফ ও সালমান বাটকে দলে ফেরানোর বিষয়ে বোর্ডকে নিজের ভাবনা সম্পর্কে পরিষ্কার করেছেন।সম্প্রতি ঘরোয়া একটি ম্যাচে আমিরকে তার ম্যাচ ফি’র ১৫০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং তরুণ এ পেসার তার ব্যবহারের পরিবর্তন না করা পর্যন্ত তকে দলে ফেরানো হবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান।আরটি/এসকেডি/আরআইপি
Advertisement