ফিচার

‘রশিমানব’ নিকের চমক

জনপ্রিয় মার্কিন টাইটরোপার [যে উপর দিয়ে টানটান রশি বেয়ে হাঁটে] নিক ওয়ালেন্ডা ফের চমক দেখালেন। তিনি কোনো নিরাপত্তা জাল বা অন্য কোনো ব্যবস্থা না নিয়েই টানটান রশি দিয়ে হেঁটে শিকাগো নদী পাড় হলেন। ঘটনাটি ১০ মিনিট বিলম্ব করে টিভিতে সরাসরি প্রচারিত হয়। এছাড়া হাজার হাজার উপস্থিত দর্শক ঘটনাটি স্বচক্ষে উপভোগ করেছেন।৩৫ বছর বয়সী নিক প্রথমে শিকাগো নদীর দুইপাশে অবস্থিত দুটি ভবন রশির উপর হেঁটে অতিক্রম করেন। প্রথম ধাপে ভূপৃষ্ঠের উপরে ৫০০ ফুট হেঁটে যেতে তার ৬ মিনিট ৫২ সেকেন্ড সময় লাগে। তখন শূন্যে ঘন্টায় বাতাসের গতিবেগ ছিল ৪০ কিলোমিটার।আর দ্বিতীয় ধাপে নিক দু`টি টাওয়ারের মধ্যবর্তী ৯৪ ফুট দূরত্ব রশির উপর দিয়ে হেঁটে অতিক্রম করেন। এক্ষেত্রে তার মাত্র ১ মিনিট ১৭ সেকেন্ড সময় লাগে। উল্লেখ্য, নিক ইতোমধ্যে গ্রান্ড ক্যানিয়ন এবং নায়াগ্রা জলপ্রপাতও টানটান রশির উপর দিয়ে হেঁটে অতিক্রম করেছেন।

Advertisement