বরিশাল শিক্ষা বোর্ডে জেএসসি পরীক্ষার প্রথম দিন রোববার অনুপস্থিত ছিল ২ হাজার ৮৫১ জন পরীক্ষার্থী। উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন জানান, বরিশাল জেলায় ৩৫ হাজার ৮৯৫ পরীক্ষার্থীর মধ্যে কেন্দ্রে উপস্থিত ছিল ৩৫ হাজার ৬১ জন। ৮৩৪ জন পরীক্ষায় অংশ নেয়নি। ঝালকাঠীতে ১০ হাজার ১২৯ জনের মধ্যে অংশ নিয়েছে ৯ হাজার ৮৪৬ জন। আর অনুস্থিত ছিল ২৮৩ জন পরীক্ষার্থী। এদিকে, পিরোজপুরে ১৪ হাজার ৪০ পরীক্ষার্থীর মধ্যে কেন্দ্রে গেছে ১৩ হাজার ৭৬৯ জন। অংশ নেয়নি ২৭১ জন। পটুয়াখালীতে ১৮ হাজার ৭৩৩ জনের মধ্যে কেন্দ্রে গেছে ১৮ হাজার ২৫৭ জন। অনুপস্থিত ছিল ৪৭৬ জন। বরগুনায় ১২ হাজার ৬৮৬ জনের মধ্যে পরীক্ষা দিয়েছে ১২ হাজার ৩১১ জন। কেন্দ্রে যায়নি ৩৭৫ জন। ভোলায় ১৪ হাজার ১৩৭ জনের মধ্যে পরীক্ষা দিয়েছে ১৩ হাজার ৫২৫ জন। অনুপস্থিত ছিল ৬১২ জন। উল্লেখ্য, গত বছর প্রথম পরীক্ষায় অনুপস্থিত ছিল ২ হাজার ২০৫ জন।সাইফ আমীন/এসএস/আরআইপি
Advertisement