দেশজুড়ে

রাকিব হত্যা মামলার রায় ৮ নভেম্বর

খুলনায় চাঞ্চল্যকর শিশু রাকিব হত্যা মামলার রায় ঘোষণার জন্য আগামী ৮ নভেম্বর দিন ধার্য করেছে আদালত। রোববার দুপুরে বাদী ও আসামিপক্ষের আইনজীবীদের আদালতে যুক্তিতর্কের শুনানি শেষে খুলনা মহানগর দায়রা জজ আদালতের (ভারপ্রাপ্ত) বিচারক দিলরুবা সুলতানা এই দিন ধার্য করেন।গত ২৮ অক্টোবর ফৌজদারি কার্যবিধির ৩৫২ ধারা অনুযায়ী আসামিদের বক্তব্য পরীক্ষা-নিরীক্ষা করা হয়। আত্মপক্ষ সমর্থনকালে ওই দিন মামলার ৩৮ জন সাক্ষীর আদালতে দেয়া সাক্ষ্য পৃথকভাবে তিন আসামি ওমর শরীফ, তার মা বিউটি বেগম ও চাচা মিন্টু খানকে সংক্ষিপ্ত আকারে পড়ে শোনানো হয়। এরপর আদালত তিন আসামিকেই এ বিষয়ে তাদের কিছু বলার আছে কি-না জানতে চাওয়া হয়। নিজেদের নির্দোষ দাবি করে কোনো তাদের সাফাই সাক্ষী নেই বলে জানায় আদালতকে। উল্লেখ্য, গত ৩ আগস্ট নগরীর টুটপাড়া কবরখানার মোড়ের শরীফ মটরসে কমপ্রেসার মেশিনের পাইপ দিয়ে মলদ্বারে হাওয়া ঢুকিয়ে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের বাসিন্দা ট্রাকচালক নুরুল আলমের ছেলে রাকিবকে নির্মমভাবে হত্যা করা হয়।  এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিক্ষুব্ধ জনতা ওইদিন রাতে মোটরসাইকেল গ্যারেজ মালিক শরীফ ও তার কথিত চাচার মিন্টু মিয়াকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। পরে শরীফের মা বিউটি বেগমকেও পুলিশের হাতে সোপর্দ করা হয়। ঘটনার পরদিন নিহত শিশুর পিতা নূর আলম হাওলাদার মোটরসাইকেল গ্যারেজ মালিক শরীফ, তার কথিত চাচা মিন্টু মিয়া ও শরীফের মা বিউটি বেগমের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। গত ২৫ আগস্ট চাঞ্চল্যকর এ মামলার তদন্তকারী কর্মকর্তা খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী মোস্তাক আহমেদ এজাহারভুক্ত তিন আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। গত ৬ সেপ্টেম্বর মহানগর আদালত বিচার কাজ শুরু করার জন্য মামলাটি মহানগর দায়রা জজ আদালতে পাঠান। এরপর ১১ অক্টোবর বাদীর সাক্ষ্য গ্রহণের মধ্যে দিয়ে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আলমগীর হান্নান/এআরএ/আরআইপি

Advertisement