হাসপাতালের বিছানায় শুয়ে আছেন রোগী। তার সেবায় ব্যস্ত মমতাময়ী এক তরুণী নার্স। কয়েকদিনের চেনাজানায় দু’জনের মধ্যে এক ভালো লাগার সৃষ্টি হয়। সেটা ভালোবাসায় রূপ নিতে পারতো। কিন্তু শেষ পর্যন্ত তা হতে পারে না। রোগী যুবক নার্সের প্রতি দুর্বল হয়ে পড়লেও সে নিজেকে গুটিয়ে রাখে। কেন? জানতে হলে দেখতে হবে নাটক ‘মহীয়সী’। আতাউর রহমানের রচনা ও এসএম সোহেল খানের পরিচালনায় এই নাটকে রোগী যুবকের চরিত্রে অভিনয় করেছেন তানভীর। আর নার্স চরিত্রে দেখা যাবে তানজিন তিশাকে। এছাড়াও নাটকে আরো অভিনয় করেছেন সাবেরী আলম প্রমুখ। তানজিন তিশা জানালেন, ‘নগরীর সোহরাওয়ার্দী হাসপাতালসহ বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে। এখানে আমি প্রথমবারের মতো নার্স চরিত্রে কাজ করলাম। খুব ভালো লেগেছে কাজটি করে। আশা করছি ভিন্ন এই চরিত্রে আমাকে গ্রহণ করবেন দর্শকেরা। সেইসাথে নাটকটিও উপভোগ করবেন।’ এলএ/আরআইপি
Advertisement