দেশজুড়ে

লঘুচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর : তিনটি ট্রলার ডুবি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের ফলে উত্তাল বঙ্গোপসাগর থেকে উপকূলে ফেরার সময় প্রচণ্ড ঢেউ-এর কবলে পড়ে ডুবে গেছে তিনটি মাছ ধরার ট্রলার। রোববার ভোররাতের দিকে বরগুনার পাথরঘাটা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, নিন্মচাপ সৃষ্টির সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরে ঢেউয়ের গতি বৃদ্ধি পেলে সকল ট্রলার উপকূলের দিকে আসতে থাকে। এসময় পাথরঘাটা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়লে তিনটি ট্রলার ডুবে যায়। ডুবে যাওয়া তিন ট্রলারের মধ্যে এফবি লাবনী নামের একটি ট্রলারের নাম জানা গেলেও বাকি দুটির নাম এখনও জানা যায়নি।তবে ডুবে যাওয়া ট্রলারের সকল জেলেরা অন্য ট্রলারের সাহায্যে নিরাপদে ফিরতে সক্ষম হয়েছে বলে তিনি জানান। এদিকে রোববার সকাল থেকেই বরগুনাসহ আশেপাশের উপকূলের আকাশ মেঘলা রয়েছে এবং থেকে থেকে হালকা ও মাঝারি বৃষ্টি চলতে থাকে। খেপুপাড়া আবহাওয়া দফতরের ইনচার্জ প্রদীপ চক্রবর্তী জানান, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে তিন নম্বর স্থায়ী সতর্কতা সংকেত জারি করা হয়েছে।  সাইফুল ইসলাম মিরাজ/এমএএস/আরআইপি

Advertisement