নাটোরের বড়াইগ্রামে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে সালিশ বৈঠকে তিনজনকে রড ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করেছে বখাটেরা। সোমবার (৩০ আগস্ট) রাতে উপজেলার জোনাইল ইউনিয়নের চৌমুহন গ্রামে এ ঘটনা ঘটে।
Advertisement
এ ঘটনায় রিপন নামে একজন গুরুতর আহত হয়েছেন। তাকে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রিপন চৌমুহন গ্রামের ইকরাইল হোসেনের ছেলে ও আদগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। সে উত্যক্তের শিকার মেয়েটির চাচা। এ ঘটনায় আহত অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয়রা জানান, চৌমুহন গ্রামের বখাটে আজিম ও হাসানসহ ৪-৫ জন যুবক কিছ দিন ধরে প্রতিবেশী এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। রিপন মেয়েটিকে উত্ত্যক্ত করতে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা রিপনকে মারপিটের হুমকি দেয়। সোমবার রাতে এ ব্যাপারে সালিশ বসে। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে বখাটেরা রিপন, তার ভাই রাসেল ও মামা এনামুল হককে পিটিয়ে জখম করে।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Advertisement
রেজাউল করিম রেজা/এসআর