জাতীয়

করোনায় সর্বোচ্চ মৃত্যু ঢাকায়, সর্বনিম্ন ময়মনসিংহ বিভাগে

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পর্যন্ত আক্রান্ত মোট রোগী শনাক্ত হয়েছেন তিন লাখ ১৪ হাজার ৯৪৬ জন। ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়।

Advertisement

রাজধানীসহ সারাদেশে আজ (১ সেপ্টেম্বর) পর্যন্ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত সর্বমোট চার হাজার ৩১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ তিন হাজার ৩৮৫ জন (৭৮ দশমিক ৪৩ শতাংশ) এবং নারী ৯৩১ জন (২১ দশমিক ৫৭ শতাংশ)।

বিভাগীয় পরিসংখ্যান অনুসারে, করোনায় সর্বোচ্চ সংখ্যক মৃত্যু ঢাকা বিভাগে, দুই হাজার ৮৩ জন (৪৮ দশমিক ২৬ শতাংশ) এবং সর্বনিম্ন ময়মনসিংহ বিভাগে, ৯১ জন (২ দশমিক ১১ শতাংশ)।

এছাড়া চট্টগ্রাম বিভাগে ৯৩৯ জন (২১ দশমিক ৭৬ শতাংশ), রাজশাহী বিভাগে ২৯০ জন (৬ দশমিক ৭২ শতাংশ), খুলনা বিভাগে ৩৫৯ জন (৮ দশমিক ৩২ শতাংশ), বরিশাল বিভাগে ১৬৮ জন (৩ দশমিক ৮৯ শতাংশ), সিলেট বিভাগে ১৯২ জন (৪ দশমিক ৪৫ শতাংশ) এবং রংপুর বিভাগে ১৯৪ (৪ দশমিক ৪৯ শতাংশ) জনের মৃত্যু হয়েছে।

Advertisement

গত ২৪ ঘণ্টায় বিভাগওয়ারি মৃতের পরিসংখ্যান অনুসারে, ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে সাতজন, রাজশাহী বিভাগে তিনজন, খুলনা বিভাগে তিনজন, বরিশাল বিভাগে দুজন, সিলেট বিভাগে একজন, রংপুর বিভাগে চারজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯১টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১১ হাজার ৯৮১টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ২০৯টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হন এক হাজার ৯৫০ জন।

দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ১৪ হাজার ৯৪৬ জন। মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬২ হাজার ৪১২টি।

এমইউ/এমএআর/এমকেএইচ

Advertisement