আবারো পুরনো দুই প্রতিদ্বন্দ্বী রজার ফেদেরার ও রাফায়েল নাদাল সুইস ইনডোর টেনিসের ফাইনালে মুখোমুখি হচ্ছেন। রোম ওপেন ২০১৩-এর পর এবারই প্রথম ফাইনালে নাদালের বিপক্ষে কোর্টে নামতে যাচ্ছেন সুইস তারকা ফেদেরার। এবারই প্রথমবারের মত ফেদেরারের ঘরের মাঠে ফাইনালে তার বিপক্ষে লড়তে যাচ্ছেন স্প্যানিশ তারকা নাদাল। অন্যদিকে দশবারের বাসেল ফাইনালে সপ্তম ও সব মিলিয়ে নিজের মাঠে ১২তম শিরোপার লক্ষ্যে কোর্টে নামবেন ফেড এক্স। শনিবার সেমিফাইনালে উভয়ই সরাসরি সেটে জয়ী হয়ে ফাইনাল নিশ্চিত করেন। সুইস শীর্ষ বাছাই যুক্তরাষ্ট্রের জ্যাক সককে সহজেই ৬-৩, ৬-৪ গেমে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হন। অপর সেমিফাইনালে নাদালকে কিছুটা কঠিন পরীক্ষায় পড়তে হয়েছিল। ফ্রান্সের রিচার্ড গ্যাসকোয়েটের বিপক্ষে ৬-৪, ৭-৬ (৯/৭) সেটের জয় দিয়ে ফাইনাল নিশ্চিত করেন নাদাল।পরাজয়ের ফলে লন্ডনে শীর্ষ আট খেলোয়াড়কে নিয়ে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে খেলার যোগ্যতা হারালেন গ্যাসকোয়েট। ওটু এরিনাতে বছরের শেষ টুর্নামেন্টে শীর্ষ তারকা নোভাক জকোভিচসহ এন্ডি মারে, স্ট্যান ভাভরিঙ্কা, টমাস বার্ডিচ, ফেদেরার ও নাদালের পরে শেষ দুটি স্থানে খেলার সুযোগ পেয়েছেন জাপানের কেই নিশিকোরি ও স্পেনের ডেভিড ফেরার।আরটি/একে/আরআইপি
Advertisement