অর্থনীতিবিদদের আশঙ্কার চেয়েও বড় সংকটে ভারতের অর্থনীতি। যে কোনো দেশের চেয়ে করোনার সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড সত্ত্বেও লকডাউন ক্রমেই শিথিল হচ্ছিল। কিন্তু সবশেষ পরিসংখ্যানে দেখা যাচ্ছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে ১৯৮০ সালের পর রেকর্ড সর্বোচ্চ সংকুচিত হয়েছে দেশটির মোট দেশজ উৎপাদন।
Advertisement
সোমবার বিকেলে ভারতের জাতীয় পরিসংখ্যান কার্যালয় (এনওএস) থেকে চলতি অর্থবছরের (২০২০-২১) প্রথম প্রান্তিকের (এপ্রিল-জুন) যে হিসাব দেয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে, গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ বছর ভারতের মোট দেশজ উৎপাদন (জিডিপি) কমেছে ২৩ দশমিক ৯ শতাংশ। খবর এনডিটিভির।
এনওএস-এর দেয়া হিসাব অনুযায়ী, অর্থনীতির মূল চালিকাশক্তি ভোক্তা ব্যয় গত বছরের এপ্রিল-জুন সময়ের চেয়ে এ বছর ৩১ দশমিক ২ শতাংশ কমেছে; যা এর আগের প্রান্তিকের চেয়ে ২ দশমিক ৬ শতাংশ বেশি। এ ছাড়া একই সময়ে মূলধন বিনিয়োগ কমেছে ৪৭ দশমিক ৯ শতাংশ; যা আগের প্রান্তিকে ছিল ৪৫ দশমিক ৮।
গত বছরের একই সময়ে তুলনায় জিডিপির সবচেয়ে বড় অংশীদার সেবা খাত ৫ দশমিক ৩ শতাংশ, উৎপাদন খাত ৩৯ দশমিক ৩ শতাংশ, নির্মাণ খাত ৫ দশমিক ৩ শতাংশ সংকুচিত হয়েছে। তবে বিপরীত অবস্থান কৃষি খাতে; গত বছরের তুলনায় এ খাতটিতে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৪ শতাংশ।
Advertisement
করোনার কারণে জারি লকডাউন নিষেধাজ্ঞায় বড় বড় শিল্পখাতগুলো স্থবির হয়ে পড়া ছাড়াও লাখ লাখ মানুষ চাকরিচ্যুত হওয়ায় ১৯৯৬ সালের পর ভারতের অর্থনীতিতে এই প্রথম শূন্য প্রবৃদ্ধির খবর দিল দেশটির পরিসংখ্যান ব্যুরো— যা মহামারিকালে এশিয়ার বৃহৎ অর্থনীতির দেশগুলোর তুলনায় সবচেয়ে ভয়াবহ।
১৯৯৬ সাল থেকে ত্রৈমাসিক জিডিপির হিসাব রাখছে ভারত। করোনায় অর্থনৈতিক প্রবৃদ্ধির হার মুখ থুবড়ে পড়াতেই ডিজিপিতে এমন ধস। এর আগের প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ভারতের অর্থনীতি ৩ দশমিক ১ শতাংশ সংকুচিত হয়েছিল। আর জুনে শেষ হওয়া এর পরের প্রান্তিকে এই সংকোচনের হার ৫ দশমিক ২ শতাংশ।
চলতি অর্থবছরের (এপ্রিল থেকে শুরু) প্রথম প্রান্তিকের বেশিরভাগ সময় লকডাউনের কারণে অর্থনীতি কার্যত অচল ছিল। ফলে জিডিপির সংকোচন এমনকি অর্থনৈতিক প্রবৃদ্ধির হার শূন্যের নীচে নামার শঙ্কাও করা হচ্ছিল।
২০১৮-১৯ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ১ শতাংশ। অবশ্য করোনার প্রকোপ শুরুর আগে থেকেই ভারতের অর্থনীতিতে শ্লথগতি চলছিল। অটোমোবাইল, উৎপাদন, সেবাখাত থেকে শুরু করে অর্থনীতির প্রায় সব খাতেই ঘনিয়ে আসছিল অশনি সংকেত। আর করোনায় তা প্রকট আকার ধারণ করলো মাত্র।
Advertisement
এসএ