একদিকে মস্তিষ্কে রক্তক্ষরণ এবং অস্ত্রোপচার, তার উপর করোনা সংক্রমণ— জোড়া ধাক্কা সামলাতে পারলেন না তিনি। দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারালে সোমবার (৩১ আগস্ট) বিকেলে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন স্বাধীনতা উত্তর সর্বভারতীয় রাজনীতির সফলতম বাঙালি এবং ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর।
Advertisement
ভারতীয় রাজনীতির বরেণ্য এই ব্যক্তিত্বের মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে সাতদিনের শোক ঘোষণা করা হয়েছে।
এদিকে প্রণব মুখার্জির প্রয়াণে শোক জানিয়েছেন বলিউডের স্টার-সুপারস্টাররা।
প্রায় পাঁচ দশকের বেশি সময় ধরে ভারতের অন্যতম রাজনৈতিক দল কংগ্রেসের রাজনীতির প্রাণপুরুষকে শ্রদ্ধা জানিয়ে কিংবদন্তি সংগীতশিল্পী লতা মুঙ্গেশকর লিখেছেন, ‘প্রণব দা মারা গেছেন এই খবর শুনে আমি খুবই মর্মাহত। আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি, ভারতের রত্ন এবং একজন বিনয়ী ভদ্র মানুষ। আমাদের মধ্যে দারুণ একটি শ্রদ্ধাশীল সম্পর্ক ছিলো।’
Advertisement
অভিনেতা হৃতিক রোশন তার এক টুইট বার্তায় বলেন, ‘একজন রাষ্ট্রনায়ক। ব্যতিক্রমী পণ্ডিত, একজন স্বপ্নদ্রষ্টাকে আজ হারালাম আমরা। প্রণব মুখার্জি আজীবন আমাদের মাঝে আগামীর প্রেরণা হয়ে বেঁচে থাকবেন। এই দুঃখের মুহূর্তে তার পরিবার এবং মর্মাহত কোটি ভারতীয়দের প্রতি আমার সমবেদনা।'’
নির্মাতা ও প্রযোজক করণ জোহর টুইটে বার্তায় লেখেন, ‘আপনার আত্মার শান্তি কামনা করি স্যার। এই দেশের প্রতি আপনার নিষ্ঠা এবং সম্মানের জন্য আপনাকে স্যালুট।’
আরেক তারকা অভিনেতা অক্ষয় কুমার তার টুইট বার্তায় প্রয়াত সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন টুইটারে। ক্যাপশনে লিখেছেন, ‘প্রণব স্যারের মৃত্যু সংবাদ শোনার পর থেকেই মর্মাহত আমি। তার অবদান চিরকাল মনে রাখবে ভারত। আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি তার সঙ্গে কাটানোর একটি স্মৃতি শেয়ার করতে পেরে। তার পরিবার এবং ভক্তবৃন্দের প্রতি সমবেদনা রইলো।’
অভিনেতা শহীদ কাপুর টুইটে লিখেছেন, ‘জাতির জন্য এটা অপূরণীয় ক্ষতি। আপনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি প্রণব মুখার্জি স্যার। বিনম্র শ্রদ্ধা।’
Advertisement
এলএ/এসআর