দেশজুড়ে

দিশা মনি কাণ্ড : এসআই শামীম বরখাস্ত

নারায়ণগঞ্জের আলোচিত কিশোরী দিশা মনি অপহরণ মামলার সাবেক তদন্ত কর্মকর্তা সদর থানা পুলিশের এসআই শামীম আল মামুনকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে এসআই শামীম বরখাস্ত হলেও থানার ওসি আসাদুজ্জামান এখনও বহাল রয়েছেন।

Advertisement

সোমবার (৩১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দিশা মনি অপহরণ মামলায় গ্রেফতার আসামিরা তাকে গণধর্ষণ ও হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়ে দেয়ার কথা স্বীকারের পর দিশা মনির জীবিত ফিরে আসার ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তাকে নিয়ে নানা মহলে প্রশ্ন ওঠে। ফলে তাকে মামলার তদন্ত থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে আমি একটি তদন্ত কমিটি গঠন করেছিলাম। যাদের দায়িত্ব ছিল পুলিশের অবহেলাসহ আসামিদের পরিবারের অভিযোগের সত্যতা আছে কি-না তা তিনদিনের মধ্যে খুঁজে বের করা। তারা নির্ধারিত সময়ের আগেই আমাকে রিপোর্ট দিয়েছে গত বৃহস্পতিবার। তাৎক্ষণিকভাবেই সেদিনই মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ সদর থানার এসআই শামীম আল মামুনকে বরখাস্ত করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামীম আল মামুনের বিরুদ্ধে আসামির স্বজনদের কাছ থেকে অবৈধ উপায়ে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। সেই অভিযোগ তদন্তে অপেশাদারিত্বের প্রমাণ পাওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম