আন্তর্জাতিক

সিরিয়ায় বিমান হামলায় ৫০ জঙ্গি নিহত

তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের বিমান হামলায় সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) অন্তত ৫০ জঙ্গি নিহত হয়েছে। শনিবারের এ হামলায় আহত হয়েছে আরো ৩০ জন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু অ্যাজেন্সি নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।সরকারি এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ইসলামিক স্টেট জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে শনিবার বিমান হামলা চালিয়েছে তুরস্ক। তুরস্কের পার্লামেন্ট নির্বাচনের একদিন আগে এ হামলা চালিয়েছে আঙ্কারা। তুরস্কের দক্ষিণাঞ্চল থেকে ছয়টি এফ-১৬ যুদ্ধবিমান হামলায় অংশ নেয়। এ সময় একটি ড্রোন হামলাও চালানো হয়েছে বলে ওই কর্মকর্তা জানান।তুরস্কের কিলিস সীমান্তের কাছে সিরিয়ায় পাঁচ কিলোমিটারের মধ্যে ইসলামিক স্টেটের আটটি অবস্থান লক্ষ্য এসব হামলা চালানো হয়েছে। হামলায় তুরস্কের সেনাবাহিনী সহায়তা করেছে।গত জুলাইয়ে তুরস্ক সিরিয়ায় আইএসের বিরুদ্ধে হামলা আরো জোরদারের ঘোষণা দেয়। এর পর থেকেই তুরস্ক দেশটির পুরনো শত্রুদের অবস্থানকে কেন্দ্র করে প্রাথমিকভাবে হামলা চালায়। এরইমধ্যে সিরিয়ার উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্ক আইএসের ওপর হামলায় অংশ নিয়েছে।এসআইএস/আরআইপি

Advertisement