জাতীয়

সমাজভিত্তিক সংগঠনসমূহের জাতীয় সম্মেলন করবে অক্সফাম

চর, হাওড়, উপকূল এবং তৃণমূল পর্যায়ের মানুষের অংশগ্রহণে রাজধানীতে দুইদিনব্যাপী সমাজভিত্তিক সংগঠনসমূহের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছে অক্সফাম। রোববার জাতীয় প্রেসক্লাবের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে অক্সফামের প্রোগ্রাম ডিরেক্টর এম বি আখতার বলেন, এই সম্মেলনে তৃণমূল মানুষদের কথা উঠে আসবে। তাদের জীবনের গতি কীভাবে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন আলোচকেরা। দুর্যোগ মোকাবেলো করে কীভাবে তৃণমূল মানুষেরা বেঁচে আছেন সেই গল্পও উঠে আসবে।সংবাদ সম্মেলন জানানো হয়- এতে তৃণমূল, জনপ্রতিনিধি, উদ্যেক্তা, উন্নয়ন গবেষক, বেসরকারি উন্নয়ন কর্মীসহ বিভিন্ন স্তরের মানুষেরাও অংশগ্রহণ করবেন। আগামী ৪ ও ৫ নভেম্বর রাজধানীর খামারবাড়ি, ফার্মগেট এলাকায় কৃষিবিদ ইনস্টিটিউটে ‘সমঅংশগ্রহণমূলক উন্নয়নের লক্ষ্যে সমাজভিত্তিক সংগঠনসমূহের জাতীয় সম্মেলন ২০১৫’ শীর্ষক সম্মেলনটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সম্মেলন উদ্বোধন করবেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেও জানান বক্তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন অক্সফামের উইন অ্যান্ড কমিউনিকেশনস ম্যানেজার মনীষা বিশ্বাস। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নাগরিক সংহতির জেনারেল সেক্রেটারি শরিফুজ্জামান শরিফ, নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আক্তার ডলি, নারী নেত্রী রোকেয়া কবীর প্রমুখ।এএস/এসএইচএস/আরআইপি

Advertisement