খেলাধুলা

ডাকাতের হামলায় নিহত সুরেশ রায়নার চাচা

সময়টা যেনো ঠিক পক্ষে নেই সুরেশ রায়নার। ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন এ বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যান। শনিবার আরব আমিরাত থেকে চলে গেছেন নিজ দেশ ভারতে আর এদিন রাতেই পেয়েছেন চাচার মৃত্যুর খবর। যদিও ঘটনা ঘটেছে প্রায় দশ দিন আগে।

Advertisement

পাঞ্জাবের পাঠানকোট ডিস্ট্রিক্টে পরিবারের সঙ্গে বসবাসরত ছিলেন রায়নার চাচা অশোক কুমার। গত ১৯ তারিখ দিবাগত রাত, ২০ আগস্ট প্রথম প্রহরে ডাকাতদের হামলায় প্রাণ হারিয়েছেন তিনি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অশোক কুমারের পরিবারের চার সদস্য।

প্রাথমিকভাবে মরদেহ দেখে পুলিশ জানিয়েছিল, রায়নার সঙ্গে কোনো সম্পর্ক নেই অশোক কুমারের। তবে মৃতের বড় ভাই শ্যাম লাল নিশ্চিত করেছেন, রায়নার চাচা ছিলেন অশোক। শ্যাম লাল আরও জানিয়েছেন, চাচার পরিবারের সঙ্গে দেখা করতে শিগগিরই গ্রামে যাবেন রায়না।

পুলিশের দেয়া তথ্য অনুযায়ী 'কালে কাচ্চেওয়ালা' ডাকাত গ্যাংয়ের তিন-চারজন সদস্য লুটের উদ্দেশ্য নিয়ে পাঠানকোটের মাধোপুরের কাছে থারিয়াল গ্রামে অবস্থিত সরকারি ঠিকাদার অশোক কুমারের বাড়ি ঘেরাও করে। এসময় তারা অশোক ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা করে নিহত হন অশোক। হামলায় সময় বাড়ির ছাদে ঘুমোচ্ছিলেন তারা সবাই।

Advertisement

ডাকাতদের হামলায় মাথায় গুরুতর আঘাত পান অশোক কুমার, একই রাতে প্রাণ হারান তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করে পাঠানকোটের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট পুলিশ অফিসার গুলনিত সিং খুরানা জানিয়েছিলেন রায়নার সঙ্গে কোনো সম্পর্ক নেই রায়নার।

অশোকের ৮০ বছর বয়সী মা সত্য দেবী, তার স্ত্রী আশা দেবী, দুই ছেলে আপিন ও কৌশল গুরুতর আহত হয়েছেন। সত্য দেবীকে এরই মধ্যে হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয়েছে, বাকিদের চিকিৎসা চলছে। পুলিশের তথ্য মোতাবেক ডাকাতদল বাড়ি থেকে কিছু নগদ অর্থ এবং স্বর্ণগয়না লুট করে নিয়ে গেছে।

এসএএস/পিআর

Advertisement