রাজনীতি

দীপন হত্যা সম্পূর্ণ রাজনৈতিক

বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্টের (বিএনএফ) সভাপতি আবুল কালাম আজাদ বলেছেন, জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপন হত্যাকাণ্ড সম্পূর্ণ রাজনৈতিক। দেশকে অস্থিতিশীল করতেই এ ধরণের হত্যাকাণ্ড করছে এক শ্রেণির দুর্বৃত্তরা। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী যুব ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।আবুল কালাম আজাদ বলেন, বর্তমান মন্ত্রিসভায় যারা রয়েছেন তাদের অধিকাংশের ফিটনেস নাই।  এ মন্ত্রিসভা ভাঙ্গাচড়া। এদের দিয়ে সঠিকভাবে সরকার পরিচালনা করা সম্ভব নয়। তিনি বলেন, সরকারদলীয় এমপি মন্ত্রীদের বক্তব্য ভূল তথ্যে ভরা। এতে সাধারণ জনগণদের রীতিমত বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। এদের বক্তব্যের কারণে খোদ প্রধানমন্ত্রীও বিব্রত হন।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনএফ’র কেন্দ্রীয় সদস্য আতাউর রহমান খান, অ্যাডভোকেট এসএম ইসলাম, বিএনএফ ছাত্রফ্রন্ট সভাপতি সৈয়দ মাহবুব আজাদ, শ্রমিক ফ্রন্ট আহ্বায়ক আতিকুর রহমান নাজিম, বিএনএফ’র কেন্দ্রীয় দফতর সম্পাদক শফিউল্লাহ চৌধুরী প্রমুখ।এএস/জেডএইচ/এমএস

Advertisement