পাবনা-৪ শূন্য আসনের উপ-নির্বাচনে অংশ নিয়ে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রমের উদ্যোগ নিয়েছে বিএনপি। রোববার (৩০ আগস্ট) থেকে এই কার্যক্রম শুরু হবে।
Advertisement
দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন কর্তৃক একাদশ জাতীয় সংসদের পাবনা-৪ শূন্য আসনের উপ-নির্বাচনের তফসিল ইতোমধ্যে ঘোষিত হয়েছে। আগামীকাল ৩০ আগস্ট, নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উক্ত আসনের দলের মনোনয়ন ফরম বিক্রি করা হবে। ৩১ আগস্ট (সোমবার) দুপুর ২টার মধ্যে উক্ত ফরম জমা দিতে হবে।
সোমবার বিকেল ৫টা থেকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার অনুষ্ঠিত হবে।
Advertisement
কেএইচ/এসআর/এমকেএইচ