বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার বাসভবন গুলশানের ফিরোজায় গেছেন দলটির যুগ্ম-মহাসচিব ও তার পারিবারিক আইনজীবী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।
Advertisement
সূত্রমতে, শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে গুলশানে খালেদা জিয়ার ভাড়াবাসা ‘ফিরোজা’য় যান ব্যারিস্টার খোকন।
সেখানে তিনি খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বৃদ্ধি ও মামলার আইনি বিষয়ে বিভিন্ন আলোচনা করবেন বলে জাগো নিউজকে জানিয়েছেন সুপ্রিম কোর্টের অপর আইনজীবী জুলফিকার আলী জুনু।
এর আগে গত ২৭ মে খালেদা জিয়ার সঙ্গে আরও একবার দেখা করেছিলেন আইনজীবী এএম মাহবুব উদ্দিন খোকন। এবার দ্বিতীয়বার দেখা করতে গেলেন তিনি।
Advertisement
গত ২৫ মার্চ করোনাভাইরাস সংকটের মধ্যে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মুক্তির পর গুলশানে ফিরোজায় ওঠেন তিনি। সেখানে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন শেষ করে এই বাসায়ই আছেন।
উল্লেখ্য, গত ২৫ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে সাময়িক মুক্তি লাভ করেন বেগম খালেদা জিয়া। এফএইচ/এসআর/এমকেএইচ