প্রবাস

ইতালির মিলানে ৩ দিনব্যাপী ‘অভিবাসী প্রশিক্ষণ’

বাণিজ্যিক নগরী মিলানে প্রথমবারের মতো কাফ পাত্রনাতো ‘অভিবাসী প্রশিক্ষণ’ হতে যাচ্ছে। আগামী ১০, ১১ ও ১২ সেপ্টেম্বর এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এতে অংশ নিতে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।

Advertisement

কাফ পাত্রনাতো একটি অভিবাসীসহ যে কোনো নাগরিকদের সেবামূলক কার্যক্রম করা হবে সেখানে। বাংলাদেশিসহ যে কোনো দেশের নাগরিকরা জীবন চলার পথে প্রশাসনিক নানা ধরনের সমস্যা কাফ পাত্রনাতো করে থাকে। ফলে এর গুরুত্ব অত্যবশ্যকীয়। পাশাপাশি সমস্যা সমাধানের আর কোনো বিকল্প প্রতিষ্ঠান নেই দেশটিতে।

এ ব্যাপারে আইন পরামর্শক কাফ পাত্রনাতো এনাকের ইনচার্জ মো. মোক্তার হোসেন মার্ক বলেন, ইতোমধ্যে সবাই অবগত মিলানে সিসিএল-এর উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালার ব্যবস্থা করা হয়েছে। গুরুত্বপূর্ণ প্রতিটি মানুষের জন্য বিশেষ করে বিভিন্ন দেশের নাগরিকদের যারা সেবা দিতে ইচ্ছুক। এটি বাংলা কমিউনিটিকে ইন্টিগ্রেশন করতে সাহায্য করে ইতালিয়ানদের সঙ্গে।

তিনি বলেন, ফলে প্রশাসনের সঙ্গে সরাসরি একটি যোগাযোগ বৃদ্ধি করা হয়। তাই এই প্রশিক্ষণ সবার জন্য উপকার বয়ে আনবে। ইচ্ছুক সকলেই এই প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে একজন দক্ষ কাফ সার্ভিসকারী হিসেবে গড়ে তুলতে পারেন। তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে কাফ পাত্রনাতো বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হবে।

Advertisement

এমআরএম/এমকেএইচ