দেশজুড়ে

কুমিল্লায় করোনায় সাবেক সিভিল সার্জনের মৃত্যু, মোট ১৭৫

কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লার সাবেক সিভিল সার্জন বীর মুক্তিযোদ্ধা হাজী ডা. আবদুল মতিন পাটোয়ারীর (৬৫) মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৫ জনে।

Advertisement

এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩৮ জন। শনিবার বিকেলে এসব তথ্য জানান, কুমিল্লা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান।

সিভিল সার্জন আরও জানান, শুক্রবার সন্ধ্যায় করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিসাধীন অবস্থায় কুমিল্লার সাবেক সিভিল সার্জন ডা. আবদুল মতিন পাটোয়ারী মারা যান। রাতেই স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও বেসরকারি সংস্থা বিবেক’র তত্ত্বাবধানে নগরীর টমছমব্রিজ কবরস্থানে তাকে দাফন সম্পন্ন হয়েছে। এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে সদর উপজেলায় এক বৃদ্ধ নারী মারা গেছেন।

এদিকে জেলায় নতুন আরও ৩৮ জন করোনায় সংক্রমণের পর এ সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৭৭০ জনে। ২৪ ঘণ্টায় কুমিল্লায় ৪৮ জন সুস্থ হয়েছেন।

Advertisement

এ পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন পাঁচ হাজার ২৩৪ জন। নতুন আক্রান্তদের মধ্যে ১২ জন কুমিল্লা নগরীর। অন্যরা হলেন, লাকসামে তিনজন, চৌদ্দগ্রামে ও দেবিদ্বারে দুইজন করে, বুড়িচং, সদর দক্ষিণ, মনোহরগঞ্জ,আদর্শ সদর, চান্দিনা, লালমাই, দাউদকান্দি ও ব্রাক্ষণপাড়ায় একজন করে, বরুড়ায় পাঁচজন ও হোমনায় ছয়জন আক্রান্ত হয়েছে।

জেলা থেকে এ পর্যন্ত মোট ৩১ হাজার ৫৫৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত রিপোর্ট এসেছে ৩০ হাজার ৮০৫ জনের।

কামাল উদ্দিন/এমএএস/এমকেএইচ

Advertisement