আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যাংককে আবারও দৈনিক ফ্লাইট চালু করছে এমিরেটস এয়ারলাইন্স। এর ফলে এয়ারলাইন্সটির বৈশ্বিক নেটওয়ার্কে গন্তব্যের সংখ্যা হবে ৭৮টি, যার মধ্যে ১৫টি দক্ষিণ পূর্ব এবং পূর্ব এশিয়ায়।
Advertisement
ফ্লাইট পরিচালনার ব্যবহৃত হবে সু-পুরিসর বোয়িং ৭৭৭-৩০০ইআর। যাতে থাকবে প্রথম, বিজনেস ও ইকোনমি শ্রেণি কেবিন। emirates.com ওয়েবসাইট বা ট্রাভেল এজেন্টদের মাধ্যমে টিকিট ক্রয় করা যাবে।
এক বিজ্ঞপ্তিতে এমিরেটস এয়ারলাইন্স জানায়, প্রিমিয়াম গ্রাহকদের জন্য অন-গ্রাউন্ট সেবা চালুর ফলে প্রথম ও বিজনেস শ্রেণির যাত্রীরা প্রাইভেটকারে ব্যাংকক ও দুবাইয়ে ট্রান্সফার সেবা এবং দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে লাউঞ্জ সেবা পাবেন।
দুবাই উন্মুক্ত হওয়ার ফলে আগ্রহীরা ব্যবসায়িক, পর্যটন বা অন্যান্য প্রয়োজনে এখন শহরটিতে ভ্রমণ করতে পারেন। দুবাইগামী বা দুবাইয়ে ট্রানজিটধারী সকল যাত্রীর জন্য কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক।
Advertisement
আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এমিরেটসে ভ্রমণকারী কোনো যাত্রীর কোভিড-১৯ শনাক্ত হলে এয়ারলাইন্সের পক্ষ থেকে চিকিৎসার ব্যয় বহন করা হবে।
এমিরেটস বর্তমানে ঢাকা থেকে সাতটি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করছে। বাংলাদেশ থেকে ভ্রমণকারী এমিরেটস যাত্রীরা ভায়া দুবাই এয়ারলাইন্সটি বৈশ্বিক নেটওয়ার্কে অন্তর্ভুক্ত বিভিন্ন নগরীতে সুবিধাজনক পাচ্ছেন।
এআর/বিএ/এমএস
Advertisement