খেলাধুলা

‘বিস্ময় ফোন কল’ পেয়ে ব্যাটিং কোচ হতে রাজি হয়ে যান ম্যাকমিলান

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের নতুন ব্যাটিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন ক্রেইগ ম্যাকমিলান। নেইল ম্যাকেঞ্জি সরে যাওয়ার পর হঠাৎই এই কিউই কোচের নামটি সামনে চলে আসে। নিয়োগ হতেও বেশি সময় লাগেনি।

Advertisement

পুরো প্রক্রিয়াটি কি করে এত দ্রুত হলো? এর পেছনে বড় ভূমিকা বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গোর। ডোমিঙ্গোই মূলত ফোন কল দিয়েছিলেন ম্যাকমিলানকে, যে কলটা পেয়ে অবাকই হয়েছিলেন কিউই এই কোচ। তবে ভেবেচিন্তে ইতিবাচক সিদ্ধান্তই জানান।

ম্যাকমিলান বলেন, ‘আমি কিছুটা অবাক হয়েছিলাম। রাসেল ডোমিঙ্গোর কাছ থেকে ফোন পাই এবং তারপর এক সপ্তাহ এটা নিয়ে ভেবেছি। এই চ্যালেঞ্জটা লুফে নিতে আমি বেশ রোমাঞ্চিত ছিলাম। এটা এমন একটা ব্যাপার যা নিয়ে আসলে তখন ভাবছিলাম না। এই মুহূর্তে খুব বেশি ক্রিকেট হচ্ছে না, তবে যখন সুযোগ এসেছি, আমি সেটা নেয়ারই সিদ্ধান্ত নেই। এই দলটি এবং কোচিং স্টাফের সঙ্গে কাজ করতে সত্যিই মুখিয়ে আছি আমি।’

দক্ষিণ আফ্রিকান কোচ নেইল ম্যাকেঞ্জির সরে যাওয়ার বিষয়টি নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। তিনি শ্রীলঙ্কা সফরে যেতে অস্বীকৃতি জানিয়েছেন, তবে এরপর আর কাজ করবেন কি না, তা পরিষ্কার নয়। ম্যাকমিলানকে আপাতত শ্রীলঙ্কা সফরের জন্যই নিয়োগ দেয়া হয়েছে।

Advertisement

কিউই এই কোচ অবশ্য দূরের কথা এখন ভাবছেনও না। তিনি বলেন, ‘এই মুহূর্তে শ্রীলঙ্কা সফরের বেশি কিছু ভাবছি না। এই খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে, তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য কি করতে হবে, সেটা নিয়েই ভাবছি। আমার মনে হয়, গুরুত্বপূর্ণ ব্যাপার এটাই।’

হেড কোচ ডোমিঙ্গোকে নিয়ে ম্যাকমিলান বলেন, ‘রাসেল ডোমিঙ্গোর মতো একজন অভিজ্ঞ কোচের সঙ্গে কাজ করাটাও ভীষণ আনন্দের হবে। সঙ্গে আরও কোচিং স্টাফ থাকবেন। দেখা যাক সফরটা কেমন হয়। তারপর অন্য আলোচনা করা যাবে।’

এমএমআর/এমকেএইচ

Advertisement