কুয়েতে আবাসিক ভবনের একটি ফ্ল্যাট থেকে বাংলাদেশি মা-মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। তারা হলেন- মমতা (৫৫) ও মেয়ে স্বর্ণলতা (৩০)। নিহতদের দেশের বাড়ি মানিকগঞ্জের ধামরাই এলাকায়।
Advertisement
জানা গেছে, শুক্রবার বাংলাদেশি অধ্যুষিত জিলিব আল সুয়েখ এলাকার একটি বহুতল ভবনের নিচতলা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। যে ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার হয়েছে সেটিতে শুধু ওই মা ও মেয়ে থাকতেন।
পুলিশ জানিয়েছে, বাংলাদেশি মা-মেয়েকে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত মমতা কুয়েতের একটি মন্ত্রণালয়ে কাজ করতেন। মেয়ে মার্কাস সুলতান কোম্পানিতে ক্লিনিংয়ের কাজ করতেন।
আরব টাইমস ও আল রাইয়ের এক প্রতিবেদনে জানা গেছে, ‘জিলিব আল সুয়েখের আবাসিক ভবনের একটি রুমে রক্তের দাগ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে নিয়ে যান।’
Advertisement
এমআরএম/এমকেএইচ