দেশজুড়ে

নীলফামারীতে ৩ জামায়াত কর্মী আটক

নীলফামারীতে নাশকতার আশঙ্কায় জামায়াতের তিন কর্মীকে পুলিশ আটক করেছে। রোববার ভোরে নীলফামারী সদর উপজেলা শালহাটি গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন, শালিহাটি গ্রামের মৃত নাদের হোসেনের ছেলে নজরুল ইসলাম (৫২), মজির উদ্দিনের ছেলে রশিদুল ইসলাম (৪২) ও রফিকুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (৩৮)। নীলফামারী সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, আটকদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা জাগো নিউজকে বলেন, আটকরা জামায়াতের সক্রিয় কর্মী। বিভিন্ন সময় জামায়েতের মিছিল মিটিং এ তাদের সম্পৃক্তার অভিযোগ রয়েছে। আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।জাহেদুল ইসলাম/এসএস/আরআইপি

Advertisement