করোনাভাইরাসের প্রভাব বেশ ভালোভাবেই পড়তে শুরু করেছে আইপিএলের দল চেন্নাই সুপার কিংসে। শুক্রবার দলের অন্তত দশজন সদস্য করোনা পজিটিভ আসার পর, শনিবারও চেন্নাই সুপার কিংস থেকে পাওয়া গেলো করোনা আক্রান্তের খবর।
Advertisement
চেন্নাইয়ের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন তরুণ ব্যাটসম্যান রুতুরাজ গাইকোয়াদ। শুক্রবার দলটির যে ১৩ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, তার মধ্যে একমাত্র খেলোয়াড় ছিলেন ডানহাতি পেসার দীপক চাহার।
পুনেতে জন্ম নেয়া রুতুরাজ গাইকোয়াদ ঘরোয়া ক্রিকেটে মহারাষ্ট্রের ধারাবাহিক পারফরমার। ২০১৮-১৯ মৌসুমের সৈয়দ মুশতাক আলি ট্রফিতে লিগ পর্যায়ে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। যার ফলে ২০১৯ সালের নিলামে ভিত্তিমূল্য ২০ লাখ রুপি দিয়ে তাকে কিনে নিয়েছিল চেন্নাই।
কিন্তু আইপিএলে খেলতে নামার আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গেলেন রুতুরাজ। এখন তাকে বাকি ১৩ জনের মতোই ১৪ দিনের সেলফ আইসোলেশনে থাকতে হবে। এ সময়ের মধ্যে দুইবার করোনা নেগেটিভ এলেই মুক্ত হবেন তিনি। এরপর ফিটনেস টেস্ট দিয়ে দলের সঙ্গে যোগ দিতে পারবেন রুতুরাজ ও বাকিরা।
Advertisement
এসএএস/জেআইএম