জাতীয়

প্লাজমা প্রদান শুরু করেছে গণস্বাস্থ্য

গণস্বাস্থ্য কেন্দ্র প্লাজমা প্রদান শুরু করেছে। রোগীদের প্লাজমার প্রয়োজন হলে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে তারা। গণস্বাস্থ্যের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

বিজ্ঞপ্তিতে আগ্রহী রোগীদের প্লাজমার প্রয়োজনে - গণস্বাস্থ্য নগর হাসপাতাল ও প্লাজমা সেন্টার, বাড়ী-১৪/ই, সড়ক-৬, ধানমন্ডি, ঢাকা-১২০৫। ফোন: ৯৬৭০০৭১-৫, ০১৭০৯-৬৬৩৯৯৪, ০১৫৫২-৪৬০৭৮০, ০১৭৪৭-১৬২২৯৮; এসব ঠিকানা, মোবাইল ও টেলিফোনে যোগাযোগ করতে বলা হয়েছে।

প্লাজমা চেয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্লাজমা করোনা রোগীর জীবন রক্ষা করে। করোনা থেকে সুস্থ ব্যক্তিরা রক্তদান করুন। আপনার রক্ত থেকে প্লাজমা, প্যাকডসেল ও রক্তের বিবিধ ফ্যাক্টর উৎপাদন হয়, যা দিয়ে হেমোফেলিয়া, থ্যালাসেমিয়ার চিকিৎসা করা হয়। যেকোনো সুস্থ ব্যক্তি বছরে তিনবার রক্তদান করতে পারেন।’

পিডি/এনএফ/এমএস

Advertisement