আন্তর্জাতিক

ভারত-মিয়ানমার সীমান্তে ফের ভূমিকম্প

ভারত-মিয়ানমার সীমান্ত এলাকায় একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। এর ফলে মৃদু কম্পন হয়েছে পার্বত্য চট্টগ্রামসহ আশপাশের এলাকায়।

Advertisement

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএএসজিএস) জানায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৭ মিনিটে ভারতের মিজোরাম রাজ্যের উত্তর বনলাফাই শহরতলির ১৭ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। তবে সাম্প্রতিককালে ভারত সীমান্তে প্রায়ই এ ধরনের মাঝারি পাল্লার ভূমিকম্প অনুভূত হয়।

এদিকে বৃহস্পতিবারের এই ভূমিকম্পের ফলে চট্টগ্রামসহ দেশের পার্বত্যাঞ্চল ও পূর্বভাগের কিছু এলাকা মৃদু কেঁপেছে। তবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

Advertisement

এইচএ/এমকেএইচ