মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারিকৃত নিষেধাজ্ঞা শুরুর ঠিক আগে আগে টিকটক ছাড়লেন চীনা মালিকাধীন কোম্পানিটির আমেরিকান প্রধান নির্বাহী কেভিন মেয়ার। ট্রাম্প প্রশাসনের চাপে দায়িত্ব নেয়ার দুই মাসের মাথায় পদত্যাগ করতে বাধ্য হলেন তিনি। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।
Advertisement
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি অভিহিত করে টিকটকের মালিকানা কোম্পানি বাইটড্যান্সের সঙ্গে সব ধরনের লেনদেনে নিষেধাজ্ঞা দিয়ে সম্প্রতি নির্বাহী আদেশ জারি করেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। তার ঠিক আগ মুহূর্তে পদত্যাগ করলেন কেভিন।
গত জুনে টিকটকের প্রধান নির্বাহী হিসেবে যোগদানের আগে ডিজনির স্ট্রিমিং সেবার শীর্ষ নির্বাহী হিসেবে কর্মরত ছিলেন মেয়ার। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, মেয়ার পদত্যাগ করায় টিকটকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠানটির মার্কিন মহা-ব্যবস্থাপক ভ্যানেসা পাপাস।
কর্মীদের উদ্দেশে চিঠিতে মেয়ার বলেছেন, ‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে দ্রুতই রাজনৈতিক পরিস্থিতির ব্যাপক পরিবর্তন হয়েছে। ফলে এমন পরিস্থিতিতে ঠিক কি ধরনের কাঠামোগত করপোরেট পরিবর্তন আবশ্যক এবং আমার বৈশ্বিক পদবীর জন্য তা কী অর্থ বহন করে, সে বিষয়টিতে আমি উল্লেখযোগ্যভাবে আলোকপাত করেছি।
Advertisement
তিনি চিঠিতে লিখেছেন, ‘এমন এক পরিস্থিতিতে যখন আমরা দ্রুতই একটি পরিণতির দিকি এগোনোর আশা করছি, তখন দুঃখের সঙ্গে আমি আপনাদের জানাতে চাই আমি কোম্পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’
জাতীয় নিরাপত্তা ছাড়াও আরও নানা ইস্যুতে টিকটক কিংবা বার্তা আদান প্রদানের অ্যাপ উইচ্যাট ছাড়াও চীনা মালিকানাধীন প্রযুক্তি কোম্পানিগুলো মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়েছে। এ নিয়ে ওয়াশিংটন-বেইজিং সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে। প্রতিনিয়ত এই নিয়ে দুই পরাশক্তির মধ্যে উত্তেজনা বাড়ছেই।
এসএ/পিআর
Advertisement