লিওনেল মেসির নতুন গন্তব্য কোথায়? বেশ কয়েকটি ক্লাবের নাম শোনা যাচ্ছে। তবে এই আলোচনায় এগিয়ে আছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। গুঞ্জন উঠেছে, মেসিও নাকি ম্যানসিটিতে যেতে আগ্রহী।
Advertisement
সেই গুঞ্জনের পালে জোরে হাওয়া লাগাল নতুন আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’। তাদের দাবি, মেসির বাবা হোর্হে মেসি হঠাৎ ছুটে গেছেন ইংল্যান্ডে। ম্যানসিটির সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা করতেই তার এই সফর বলে মনে করছে গণমাধ্যমটি।
শুধু ‘টিওয়াইসি স্পোর্টস’ নয়, স্প্যানিশ সংবাদমাধ্যম ‘আরএসি ওয়ান’ও জানিয়েছে একই খবর। তারাও বলছে, এখন ইতিহাদে অবস্থান করছেন মেসির বাবা। সেখানে ম্যানসিটির সঙ্গে মেসির দুই বছরের চুক্তি নিয়ে আলোচনায় বসবেন তিনি।
এমন খবরকে একেবারে বাতাসে উড়িয়ে দেয়ার উপায় নেই। মেসিকে নিতে আলোচনায় আছে তিনটি ক্লাব-ম্যানচেস্টার সিটি, প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) আর ইন্টার মিলান। এই তিন ক্লাবের মধ্যে সবচেয়ে এগিয়ে ম্যানচেস্টার সিটিই। সেখানে যে মেসির সাবেক কোচ পেপ গার্দিওলা আছেন!
Advertisement
গার্দিওলার সঙ্গে মেসির কেমন সুসম্পর্ক, সেটা প্রায় সবারই জানা। ২০০৭ সালে বার্সার ‘বি’ দল এবং পরের বছর তাদের সিনিয়র দলের দায়িত্ব নেন এই স্প্যানিয়ার্ড। ছিলেন ২০১২ পর্যন্ত।
গুরু-শিষ্যের পুনর্মিলনী আবার হতে পারে মেসি ম্যানচেস্টার সিটিতে গেলে। মেসিও নাকি খুব করেই চাইছেন, গার্দিওলার দলে খেলতে। আর বার্সেলোনায় কোচ নিয়েও সমস্যা ছিল মেসির। টাকার চেয়ে সুখটাকেই নিশ্চয়ই বড় মনে করছেন আর্জেন্টাইন খুদেরাজ, না হলে বার্সা ছাড়ার সিদ্ধান্ত নিতেন না।
সেই সুখটা তিনি পেতে পারেন ম্যানসিটিতেই। গার্দিওলাও অতীতে অনেকবার বলেছেন, মেসির প্রতি তার ভালোবাসার কথা। বার্সেলোনায় গার্দিওলার অধীনে মেসি দুটি চ্যাম্পিয়নস লিগ ছাড়াও লিগ, কোপা দেল রে, ক্লাব বিশ্বকাপসহ অসংখ্য ট্রফি জিতেছেন। সবমিলিয়ে মেসি-গার্দিওলা জুটি হওয়ার সম্ভাবনাই এখন সবচেয়ে জোরালো।
এমএমআর/এমকেএইচ
Advertisement