জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ০১ নভেম্বর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বাংলা সাহিত্যের ইতিহাস’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : বাংলা ভাষায় মহাভারত কে অনুবাদ করেন? উত্তর : কাশীরাম দাস। ২. প্রশ্ন : মহাভারতের আদি রচয়িতা কে?উত্তর : বেদব্যাস। ৩. প্রশ্ন : গীতি কাব্যের রচয়িতা কে? উত্তর : গোবিন্দচন্দ্র দাস। ৪. প্রশ্ন : পুঁথি সাহিত্যের প্রথম সার্থক কবি কে? উত্তর : ফকির গরিবুল্লাহ। ৫. প্রশ্ন : মধ্য যুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে? উত্তর : মুকুন্দরাম চক্রবর্তী। ৬. প্রশ্ন : বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি? উত্তর : কাব্য। ৭. প্রশ্ন : বাংলা গদ্য সাহিত্য কখন শুরু হয়? উত্তর : আধুনিক যুগে। ৮. প্রশ্ন : আলাওল কোন যুগের কবি? উত্তর : মধ্য যুগের। ৯. প্রশ্ন : মধ্য যুগের অবসান ঘটে কখন? উত্তর : ঈশ্বর গুপ্তের মৃত্যুর সঙ্গে। ১০. প্রশ্ন : উনিশ শতকের সবচেয়ে খ্যাতনামা বাউল শিল্পী কে? উত্তর : লালন শাহ। ১১. প্রশ্ন : বাংলা গদ্যের জনক কে? উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ১২. প্রশ্ন : আধুনিক যুগের শ্রেষ্ঠ প্রতিভু কে?উত্তর : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ১৩. প্রশ্ন : বাংলা ভাষার আদি কবি কে? উত্তর : কানা হরিদত্ত। ১৪. প্রশ্ন : বাংলা গদ্যের উৎপত্তি কখন?উত্তর : আঠারো শতকে। ১৫. প্রশ্ন : কাঙ্গাল হরিনাথ কখন আবির্ভূত হন? উত্তর : উনিশ শতকের শেষার্ধে। ১৬. প্রশ্ন : বিষাদসিন্ধু কোন যুগের গ্রন্থ? উত্তর : আধুনিক যুগের। ১৭. প্রশ্ন : মধ্য যুগের অন্যতম সাহিত্য নিদর্শন কী? উত্তর : পদ্মাবতী ও অন্নদামঙ্গল। ১৮. প্রশ্ন : চণ্ডীদাস কোন যুগের কবি? উঃ মধ্য যুগের। ১৯. প্রশ্ন : আধুনিক বাংলা গীতি কবিতার সূত্র কী? উত্তর : টপ্পাগান। ২০. প্রশ্ন : টপ্পা গানের জনক কে? উত্তর : নিধুবাবু (রামনিধি গুপ্ত)। এসইউ/এমএস

Advertisement