নায়ক অনন্ত জলিলের ‘দিন দ্য ডে’ ছবি দিয়ে চলচ্চিত্রে পথ চলা শুরু করেন নবাগত ফারুক সুমন। সে ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়। ইরান ও বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবিটিতে বেশ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে সুমনকে।
Advertisement
এবার তিনি নায়ক হিসেবে কাজ করতে যাচ্ছেন সৈকত নাসির পরিচালিত ‘দ্য বর্ডার’ চলচ্চিত্রে। পরিচালক জানান, চলচ্চিত্রটিতে একটি চমৎকার চরিত্রে থাকছেন সুমন ফারুক। গল্প ও অভিনয় বেইজ চলচ্চিত্র এটি। সেখানে তার উপস্থিতি সিনেমাটিকে সমৃদ্ধ করবে। দর্শকের পছন্দ হবে।
মূলত 'মাসুদ রানা' চলচ্চিত্রে দর্শকদের জন্য সারপ্রাইজ হিসেবে ছিলেন সুমন ফারুক। সৈকত নাসির পরিচালিত ওই চলচ্চিত্রটি করোনায় আটকে যায়। তার আগেই ‘দ্য বর্ডার’ ছবিতে কাজ করতে যাচ্ছেন।
‘দা বর্ডার’ চলচ্চিত্রে যুক্ত হওয়া প্রসঙ্গে সুমন ফারুক বলেন, ‘মাসুদ রানা’ সিনেমায় কাজের জন্য সৈকত ভাইয়ের সঙ্গে জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে পরিচয়। তিনি শিক্ষিত, স্মার্ট এবং সময়ের জনপ্রিয় নির্মাতাদের একজন। চলচ্চিত্র নিয়ে তার চিন্তা ও মেকিং স্টাইল আমাকে মুগ্ধ করেছে। তাছাড়া 'দা বর্ডার' খুব ভালো গল্পের চলচ্চিত্র। সবকিছু পছন্দ হওয়াতে কাজ করতে যাচ্ছি। সেপ্টেম্বরে শেষে শুটিং শুরু হবে।’
Advertisement
সুমন ফারুক স্বপ্ন দেখছেন চলচ্চিত্রে একজন নায়ক হিসেবে অনেকদূর এগিয়ে যাওয়ার। তিনি বলেন, ‘অনন্ত জলিল ভাই আমার খুব কাছের মানুষ। তার হাত ধরে চলচ্চিত্রে আসা। অনন্ত ভাইয়ের ‘দিন দ্য ডে’ ছবিতে তার পাশাপাশি নায়ক চরিত্রে অভিনয় করেছি। এরপর কিছু চলচ্চিত্রে কাজের সুযোগ হয়েছে। সামনে আরও হবে। এগিয়ে যেতে চাই ধীরে ধীরে। চলচ্চিত্রে আমি নায়ক হিসেবে নিয়মিত কাজ করতে চাই। সেজন্য নিজেকে তৈরি করে নিচ্ছি।’
সিনেমার জন্য নিজেকে নানাভাবে তৈরি করেছেন বলেও জানান তিনি। এ তরুণ অভিনেতা বলেন, ‘কয়েক দেশ মিলে ‘দিন দ্য ডে’ চলচ্চিত্রটির কাজ করেছি। অনেক কিছু দেখেছি ও শিখেছি। এরপর 'মাসুদ রানা' সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করতে যথেষ্ট প্রশিক্ষণ নিতে হয়েছে। একমাস ধরে থাইল্যান্ডের ফুকেটের টাইগার মুয়াইথাই থেকে মিক্সড মার্শালআর্ট, কিক বক্সিংসহ ফাইটিংয়ের বেশকিছু ট্রেনিং নিয়েছি। অক্ষয় কুমার, টাইগার শ্রফসহ হলিউডের ভেন ডিজেল ও অনেক বড় তারকারা সেখানে ট্রেনিং নিয়েছেন।
দেশের বাইরে আন্তর্জাতিক অঙ্গনেও কাজ করতে চাই আমি। সেই টার্গেট আমার আছে। এরইমধ্যে কিছু দেশের বড় ইন্ডাস্ট্রির চলচ্চিত্রে কাজ করার ব্যাপারে কথাবার্তাও অনেকদূর এগিয়েছে। আশা করছি খুব দ্রুতই চমক জাগানিয়া খবর দিতে পারবো।’
এলএ/জেআইএম
Advertisement