জাতীয়

শাহবাগের ফুল ব্যবসায়ীদের মুখে ফুটেছে হাসি

‘ভাই, মিছা কথা কমু না। কাস্টমারের আমদানিও আগের চাইতে অনেক বেশি। আল্লাহর রহমতে গত কয়েকদিন যাবত সব রকমের ফুলের বেচাকেনা মোটামুটি ভালো। টুকটাক অনুষ্ঠানের জন্য ফুলের চাহিদা প্রতিদিনই বাড়তাছে। করোনাকাল শেষ না হইলেও এমন বেচাকেনাতেই আমরা সন্তুষ্ট।’

Advertisement

ফুলের ব্যবসা কেমন? এমন প্রশ্নের জবাবে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে শাহবাগের ফুল ব্যবসায়ী মনির হোসেন ঠিক এভাবেই কথাগুলো বলছিলেন।

তিনি আরও বলেন, করোনার কারণে গত কয়েক মাস ফুলের বেচাকেনা বলতে গেলে বন্ধই ছিল। এমনও দিন গেছে মার্কেটে একজন ক্রেতাও আসেনি। কথাবার্তা বলার সময় তার চোখে মুখে হাসি ফুটে উঠে।

শুধু মনির হোসেন একা নন, করোনাকালের ভীতি কাটিয়ে ফুলের মার্কেটে বেচাকেনা জমে উঠায় সব ব্যবসায়ীর মুখে হাসি ফুটেছে। সামনের দিনগুলোতে ব্যবসা আরও ভালো হওয়ার প্রত্যাশা করছেন তারা।

Advertisement

বৃহস্পতিবার ভোরে সরেজমিনে দেখা যায়, শাহবাগ ফুলের মার্কেট ক্রেতা ও বিক্রেতার উপস্থিতিতে মুখর। শিশু পার্ক সংলগ্ন মার্কেট ও বাইরের ফুটপাতে গোলাপ, গাদা, গ্ল্যাডিওলাস, জিপসি, জারবেরা, কাঠমালতির গাজরা, অর্কিড, লাল শাপলা ও কাঠবেলীসহ নানা ফুলের বাহার। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খুচরা ব্যবসায়ীরা এসে ফুল কিনে নিয়ে যাচ্ছেন।

শাহজাহানপুরের খুচরা ফুল ব্যবসায়ী বকুল মিয়া বলেন, করোনার ভয়ে মানুষ আগে ফুল কেনা তো দূরের কথা দোকানের কাছেও ঘেঁষত না। কিন্তু ইদানিং স্বাস্থ্যবিধি মেনে মানুষ ফুল কিনছেন।

ধানমন্ডি থেকে ফুল কিনতে এসেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুদুল হাসান। তিনি জানান, আজ তার বড় ভাইয়ের বিবাহবার্ষিকী। বড় ভাই-ভাবিকে সারপ্রাইজ দিতে গোলাপ ও কাঠমালতির গাজরা কিনছেন বলে জানান।

এমইউ/এএইচ/জেআইএম

Advertisement