দেশের বৃহত্তম ভোগ্যপণ্য প্রস্তুতকারী কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের (ইউবিএল) বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কেদার লেলেকে কোম্পানিটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
Advertisement
মঙ্গলবার (২৫ আগস্ট) কোম্পানির পরিচালনা পর্ষদের ১৮০তম সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ নিয়োগ দেয়া হয়। তিনি কামরান বকরের স্থলাভিষিক্ত হচ্ছেন।
এর আগে আট বছর কোম্পানির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন কামরান বকর। তিনি ২০১২ সালে দায়িত্ব গ্রহণ করেন।
কেদার লেলে ২০১৭ সালের জুনে চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডে যোগদান করেন। এর ছয় মাস পর ২০১৮ সালের জানুয়ারি তাকে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব দেয়া হয়।
Advertisement
কেদার লেলে এখন একই সঙ্গে কোম্পানির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবেন। এছাড়া লেলে বিদেশি বিনিয়োগকারীদের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সহ-সভাপতি।
প্রায় ২০ বছরের পেশাগত জীবনে বিজ্ঞাপন, ইন্টারনেট ব্যবসা এবং ভোগ্যপণ্য কোম্পানির বিক্রয় ও বিপণন শাখায় মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছেন লেলে। তার এই দুই দশকের পেশাগত জীবনের ১৫ বছরেরও বেশি সময় তিনি পার করেছেন ইউনিলিভারের সঙ্গে।
এসআর/জেআইএম
Advertisement