প্রবাস

করোনাকালীন স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ দিল কাতার দূতাবাস

করোনা পরিস্থিতিতে খাদ্য সংকটে থাকা কর্মহীন প্রবাসীদের পাশে দাঁড়ানো ও খাদ্য বিতরণে অংশ নেয়া বাংলাদেশ কমিউনিটির স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানিয়েছে কাতারের বাংলাদেশ দূতাবাস। এ উপলক্ষে কাতারের রাজধানী দোহা আল হেলাল বাংলাদেশ দূতাবাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement

এই ধন্যবাদ সভার সভাপতিত্ব করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন তৃতীয় সচিব এ কে এম মনিরুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন দূতাবাসের কর্মরত কর্মী সৈয়দ আকতার হোসেন।

সভায় আলোচনায় অংশ নেন- দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান মোহাম্মদ মাহবুব রহমান, কাতার বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন, কমিউনিটি নেতা সফিকুল ইসলাম তালুকদার বাবু, আলীম উদ্দিন প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন- দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, শ্রম কাউন্সিলর মোহাম্মদ রবিউল ইসলাম, পাসপোর্ট ও ভিসা বিভাগের কাউন্সিলর মোহাম্মদ নাজমুল হাসানসহ বাংলাদেশ কমিউনিটির সিনিয়র নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া গণমাধ্যমকর্মীরা।

Advertisement

অনুষ্ঠানের শেষে দূতাবাসের পক্ষ থেকে মুজিব শতবর্ষ লোগোযুক্ত টিশার্ট করোনাকালীন কর্মহীন প্রবাসীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণে অবদান রাখা স্বেচ্ছাসেবকদের উপহার হিসেবে দেয়া হয়।

বিএ