অর্থনীতি

গোপনে গ্রাহকের শেয়ার বিক্রি, ইন্টারন্যাশনাল সিকিউরিটিজকে জরিমানা

গ্রাহককে অনুমতি না নিয়ে তার হিসাব থেকে শেয়ার বিক্রির অপরাধে ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ এবং তার অনুমোদিত প্রতিনিধিকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

Advertisement

বুধবার (২৬ আগস্ট) অনুষ্ঠিত কমিশন সভায় এ জরিমানা করা হয় বলে জানিয়েছেন বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।

তিনি জানান, গ্রাহকের অনুমতি ছাড়া শেয়ার বিক্রি করায় ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ ও তার অনুমোদিত প্রতিনিধি কামরুজ্জামান রুম্মানকে পাঁচ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া গ্রাহকের অর্থ আত্মসাৎ করায় কামরুজ্জামান রুম্মানের অনুমোদিত প্রতিনিধি সনদ স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।

বিএসইসির এ মুখপাত্র জানান, ইন্টারন্যাশনাল সিকিউরিটিজের গ্রাহক ফেরদৌসী রহমান ছয়টি বিও অ্যাকাউন্টের মাধ্যমে এক কোটি ৯ লাখ ২৩ হাজার ৫০০ টাকা বিনিয়োগ করেন। কিন্তু হাউজটি তার অনুমোদন ছাড়া ৩৫ লাখ ৮৬ হাজার ৫০০ টাকার শেয়ার বিক্রি করে।

Advertisement

ইন্টারন্যাশনাল সিকিউরিটিজের সরবরাহ করা বাইসেল অর্ডারের স্বাক্ষর গরমিল পাওয়া যায় বলেও জানান রেজাউল করিম। এর মাধ্যমে সিকিউরিটিজ হাউজটি স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি বিধিমালার আচরণ বিধি ১, ২ ও ৬ লঙ্ঘন করেছে।

এছাড়া ফেরদৌসী রহমানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত প্রতিবেদন ও পোর্টফলিও স্টেটমেন্ট থেকে প্রমাণ পাওয়া যায় ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ লিমিটেডের অনুমোদিত প্রতিনিধি কামরুজ্জামান রুম্মান ফেরদৌসী রহমানের জমা করা এক কোটি ৯ লাখ ২৩ হাজার ৫০০ টাকার মধ্যে ৭২ লাখ ৯৩ হাজার ৫০০ টাকার মানি রিসিট সরবরাহ করে।

অর্থাৎ কামরুজ্জামান রুম্মান ৩৬ লাখ ৩০ হাজার টাকা আত্মসাৎ করেন। এর মাধ্যমে কামরুজ্জামান রুম্মান স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি বিধিমালার আচরণ বিধি ১, ২ ও ৬ লঙ্ঘন করেছে।

এসব অপরাধের কারণে ইন্টারন্যাশনাল সিউকিউরিটিজকে পাঁচ লাখ টাকা এবং তার অনুমোদিত প্রতিনিধিকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

Advertisement

এছাড়া আত্মসাৎকৃত অর্থ আদায়ে গ্রাহকের দায়ের করা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কামরুজ্জামান রুম্মানের অনুমোদিত প্রতিনিধি সনদ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ সময়ে কামরুজ্জামান শেয়ারবাজার সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন না।

এমএএস/এএইচ/এমএস