পুঁজিবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংকের ৫০০ কোটি টাকার কুপন বিয়ারিং পারপিচুয়াল বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
Advertisement
বুধবার অনুষ্ঠিত কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয় বলে বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানিয়েছেন। তিনি জানান, বন্ডটির বৈশিষ্ট্য হলো- পূর্ণ অবসায়ন যোগ্য, নন-কনভার্টেবল, অনিরাপদ, কুপন বিয়ারিং, পারপিচুয়াল বন্ড। যার কুপন হার ৯.৫০-১২.৫০ শতাংশ। এই বন্ড বিভিন্ন প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিক্রি করা হবে। বন্ডটির অভিহিত মূল্য ১ কোটি টাকা। বন্ডের ট্রাস্টি হিসেবে কাজ করছে ইসি সিকিউরিটিজ লিমিটেড। আর লিড অ্যারেঞ্জার হিসেবে রয়েছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড।
এমএএস/এমএসএইচ/এমএস
Advertisement