বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘পোস্ট কোভিড ফলোআপ ক্লিনিক’ চালু হচ্ছে। করোনাভাইরাসে আক্রান্ত রোগীরা হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাদের ফলোআপ চিকিৎসার জন্য এই ক্লিনিক চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
Advertisement
আগামী ২৯ আগস্ট সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ-১ ভবনে উপাচার্য় অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এ ক্লিনিকের উদ্বোধন করবেন। বুধবার বিএসএমএমইউ’র জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার পোস্ট কোভিড ফলোআপ ক্লিনিক চালুর উদ্যোগের বিষয়টি নিশ্চিত করেন।
পোস্ট কোভিড ফলোআপ ক্লিনিক চালুর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে ইন্টারনাল মেডিসিন বিভাগের আওতাধীন রেসপিরেটরি মেডিসিন, কার্ডিওলজি, নেফ্রোলজি, নিউরোমেডিসিন এবং মনোরোগবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধানসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গত ৪জুলাই বিএসএমএমইউতে করোনা ইউনিট চালু হয়। এ পর্যন্ত প্রায় ১ হাজার ৬০০ জন করোনা আক্রান্ত রোগী করোনা ইউনিটে চিকিৎসা গ্রহণ করেছেন।
Advertisement
এমইউ/এমএসএইচ/এমকেএইচ