দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এ ভাইরাসে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮২ জনে। তাদের মধ্যে পুরুষ তিন হাজার ২০৮ ও নারী ৮৭৪ জন।
Advertisement
বুধবার (২৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, করোনায় মোট মৃতের মধ্যে ঢাকা বিভাগে ১ হাজার ৯৬৮ জন (৪৮ দশমিক ২১ শতাংশ), চট্টগ্রাম বিভাগে ৮৯৮ (২২ দশমিক শতাংশ), রাজশাহী বিভাগে ২৭৬ (৬ দশমিক ৭৬ শতাংশ), খুলনা বিভাগে ৩৩৫ (৮ দশমিক ২১ শতাংশ), বরিশাল বিভাগে ১৫৯ (৩ দশমিক ৯০ শতাংশ), সিলেট বিভাগে ১৮৬ (৪ দশমিক ৫৬ শতাংশ), রংপুর বিভাগে ১৭১ (৪ দশমিক ১৯ শতাংশ) ও ময়মনসিংহে ৮৯ জন (২ দশমিক ১৮ শতাংশ)।
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত ৫৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৩ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, রাজশাহী বিভাগে চারজন, খুলনা বিভাগে ৯ জন, বরিশাল বিভাগে দুজন, সিলেট বিভাগে দুজন, রংপুর বিভাগে তিনজন ও ময়মনসিংহ বিভাগে দুজন।
Advertisement
প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৫১৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে দেশে আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লাখ ২ হাজার ১৪৭ জনে।
করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯১টি পরীক্ষাগারে ১৪ হাজার ৮৩৫টি নমুনা সংগ্রহ হয়। আগের নমুনাসহ মোট ১৫ হাজার ৭০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৮৫ হাজার ২৬১টিতে।
এমইউ/এমএসএইচ/এমকেএইচ
Advertisement