দক্ষিণ কোরিয়াতে আয়োজিত রিজিওনাল ৫-এ-সাইড ইউনিফায়েড ফ্লোর হকি প্রতিযোগিতা মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে আজ (রোববার) কোচ-কর্মকর্তাসহ ১৩ সদস্যের বাংলাদেশ ইউনিফায়েড ফ্লোর হকি দল ঢাকা ছাড়বে।বাংলাদেশ ইউনিফায়েড ফ্লোর হকি দলটি চায়না ইস্টার্ন এয়ারলাইনসের বিমানে কোরিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। আগামী ৩ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে দলটি ৯ নভেম্বর একই এয়ারলাইনসের বিমানে ঢাকা প্রত্যাবর্তন করবে।বাংলাদেশ ইউনিফায়েড ফ্লোর হকি দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন মো. জাহিদ হোসেন রাজু এবং সহকারী কোচ সোহেল রানা।বাংলাদেশ ইউনিফায়েড ফ্লোর হকি দল : মোহাম্মদ হাফিজুর রহমান (অধিনায়ক), লাভেল জাভিয়াদ, বিপ্লব কুজুর, রাজু আহমেদ, আশিকুল ইসলাম রাসেল, শফিউল আলম, স্বপন, তানজিম আহমেদ, রুবেল হোসেন, সোহানুর রহমান, মোহাম্মদ সুজন আহমেদ।আরটি/বিএ
Advertisement