করোনার সংক্রমণ বেড়েছে ভাইরাসটিতে বিশ্বে শীর্ষ আক্রান্ত দেশগুলোর তালিকায় তৃতীয় স্থানে থাকা ভারতের রাজধানী শহর দিল্লিতে। বিবিসির এক প্রতিবেদনে দেশটির সরকারের দেওয়া সবশেষ তথ্যের বরাতে জানানো হয়েছে, গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে দিল্লিতে করোনার সংক্রমণ বেড়েছে এক-চতুর্থাংশ।
Advertisement
বিবিসির মঙ্গলবারের এক অনলাইন প্রতিবেদন অনুযায়ী গত ১৮ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত দিল্লিতে নয় হাজারের বেশি মানুষের দেহে মহামারি নভেল করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। অথচ এর আগের সপ্তাহে দিল্লিতে ৭ হাজার ২০০ জনের বেশি মানুষ কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হন।
তবে অনেকে বলছেন আগস্টের শুরু থেকে করোনার নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধির কারণে সংক্রমণের সংখ্যা বেড়েছে। বিগত ওই দুই সপ্তাহে দিল্লিতে করোনার সংক্রমণ ৫ দশমিক ৮ থেকে ৭ দশমিক ৮ শতাংশ বেড়েছে।
জুনের মাঝামাঝি সময়ের তুলনায় সংক্রমণ বৃদ্ধির এই হার ৩১ শতাংশ। অথচ জুলাইতে সংক্রমণ কমেছিল ৫ দশমিক ৭ শতাংশ। ফলে ভারতের রাজধানী শহরটিতে ফের যে করোনার সংক্রমণ বাড়ছে তা বেশ স্পষ্ট।
Advertisement
ভারতে করোনার নমুনা পরীক্ষায় শীর্ষে থাকা রাজ্যগুলোর মধ্যে অন্যতম একটি হলো দেশটির জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি। প্রতি দশ লাখ মানুষের মধ্যে দিল্লি কর্তৃপক্ষ ৭৬ হাজার মানুষের করোনা পরীক্ষা করেছে। ভারতে প্রতি দশ লাখে ২৭ হাজার নমুন পরীক্ষার চেয়ে যা অনেকটা বেশি।
এসএ