দেশজুড়ে

উখিয়ার ওসির বিরুদ্ধে মুখ খুললেন নির্যাতিত নারী

কক্সবাজারের উখিয়া থানা পুলিশের ওসি মর্জিনা আকতারসহ চার পুলিশ সদস্যের বিরদ্ধে নারী নির্যাতন মামলা করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ মহেশখালীর এক তরুণী (২২) এ মামলা করেন। মামলাটি পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) একরামুল হুদা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

মামলার অন্য আসামিরা হলেন, কনস্টেবল মো. সুমন, পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম ও এএসআই মো. শামীম। মামলার বাদী মহেশখালী উপজেলার কালারমারছরার ৬ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার বাসিন্দা। তিনি কক্সবাজারের একটি বেসরকারি কলেজের শিক্ষার্থী।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, কনস্টেবল মো. সুমনের (বর্তমানে রাঙ্গামাটি পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত) সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল ওই তরুণীর। এ সুবাদে বিয়ের কাবিনের কথা বলে ৭ জুলাই দুপুর ২টার দিকে খুনিয়াপালং চেকপোস্ট সংলগ্ন তার কক্ষে ওই তরুণীকে নিয়ে যান সমুন। কাজী আসার অপেক্ষার অজুহাতে কক্ষে বসিয়ে রাখা হয়। পরে তাকে ধর্ষণ করেন সুমন। এরপর চেকপোস্টের পাশের এক দোকানে বসিয়ে রেখে জরুরি কাজের কথা বলে সুমন পালিয়ে যান। পরে রাত ১১টার দিকে বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপারকে জানান ওই তরুণী।

মামলার এজাহারে বাদী আরও উল্লেখ করেন, অতিরিক্ত পুলিশ সুপারের পরামর্শমতো উখিয়া থানায় গেলে তাকে অকথ্য ভাষায় গালমন্দ ও মোবাইল কেড়ে নেন ওসি মর্জিনা আকতার। এরপর অভিযুক্ত অন্যান্য পুলিশ কর্মকর্তাদের সহযোগিতায় তাকে কক্ষে আটকে ব্যাপক মারধর ও নির্যাতন করা হয়। এমনকি পায়ে রশি ও পরনের হিজাব দিয়ে চোখ বেঁধে একটি কক্ষে ঢুকিয়ে রাখা হয়। মামলার এজাহারের সঙ্গে নির্যাতনের কিছু ছবিও প্রমাণ হিসেবে দিয়েছেন বাদী।

Advertisement

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর একরামুল হুদা বলেন, বাদীর অভিযোগ আমলে নিয়ে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দিতে পিবিআইয়ের কক্সবাজারের পুলিশ সুপারকে নির্দেশনা দেয়া হয়েছে।

বিষয়টি সম্পর্কে জানতে উখিয়া থানা পুলিশের ওসি মর্জিনা আকতারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ না করায় বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে ৭ জুলাইয়ের ঘটনাটি প্রকাশের পর গণমাধ্যমকে তিনি বলেছিলেন, ওই তরুণীকে তার থানায় নির্যাতন করার তথ্যটি সঠিক নয়।

মামলায় অভিযুক্ত হওয়ার পর স্টেশনে থেকে দায়িত্বপালন করা যায় কি-না বা অভিযুক্তদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে এমন প্রশ্নে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন বলেন, মামলার কাগজপত্র হাতে পেলে আইনের বিধি মতে ব্যবস্থা নেয়া হবে।

 

সায়ীদ আলমগীর/এএম/এমএস

Advertisement